কাজল মিত্র,
গুরুদ্বার কমিটির পক্ষ থেকে বারাবনি বিধায়কের এর হাতে তুলে দেওয়া হল 10 টি 50 কেজির সিলিন্ডার
:- সালানপুর ব্লকে অক্সিজেনের অভাবে কারাে যেন মৃত্যু না হয় সেই ব্যাপারে ব্লক স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন সমাজসেবী ও তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ।তাছাড়া এই করোনার মহামারীর সময় অনেকেই সাহায্যের ডালিনিয়ে এগিয়ে আসছে ।দিনের পর দিন যেভাবে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে সেই বিষয়টি মাথায় রেখে বারাবনি বিধায়কের উদ্দ্যোগে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ আরাে অক্সিজেনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে পশ্চিমবর্ধমান সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধন কমিটির পক্ষ থেকে আজ সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর হাতে
দশটি অক্সিজেন সিলিন্ডার
রিফিলিং সহ প্রদান করা হয়।
এদিন এই শিখ সমাজ কমিটির পক্ষ থেকে ফ্লো মিটার সহ যাবতীয় সরঞ্জাম জোগাড় করে বিধায়কের হাতে তুলে দিলেন।এদিন
শিখ সমাজের পক্ষ থেকে
সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি প্রেসিডেন্ট তেজেন্দ্র সিং বাল তথা সংযুক্ত কিষান মোর্চা পশ্চিম বাঙ্গাল তিনি বলেন যে আমাদের শিখ সমাজের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্যান্ডামিক পরিস্থিতিতে আমাদের শিখ সমাজের লোকেরা কাজ করে চলেছে
তাছাড়া সেই অনুসারে সালানপুর ব্লক তৃণমূল কার্যালয়ে দশটি সিলিন্ডার প্রদান করা হয় তাছাড়া অক্সিজেন এর প্রয়োজন হলেও পরে আর দেওয়া হবে এছাড়া তিনি বলেন বিভিন্ন করোনা রোগীদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ প্রদান করা হচ্ছে ।
এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যেভাবে দিনের পর দিন করোনা বেড়েই চলেছে সেই কথা মাথায় রেখে আমি আমার বারাবনি বিধানসভাই দুটি কোভিড সেবা কেন্দ্র তৈরি করে হয়েছে সেখানে অক্সিজেন এর অভাব পূরণ করতে বিভিন্ন সংগঠন
এগিয়ে এসেছে সেই মত শিক সমাজের লোকেরাও এগিয়ে এসেছে ।
এদিন এই অনুষ্ঠানে বারাবনি বিধায়কের পাশাপাশি ,শিক সমাজেরপক্ষ থেকেবরাকর গুরুদ্বারা কমিটি যোগীন্দর সিং ,জিতেন্দ্র সিং , চিত্তরঞ্জন গুরুদ্বারা কমিটি সুরেন্দ্র সিং,
নিয়ামতপুর গুরুদ্বারা কমিটি
গুরবিন্দ্র সিং, কুলটি গুরুদ্বারা কমিটি হরদীপ সিং,
পারবেলিয়া গুরুদরা কমিটি
মালকিত সিং, দুর্গাপুর গুরুদ্বারা কমিটি গুরু গোবিন্দ সিং ,দলবীন্দ্র সিং ,
সেবা খোলসা দল রাজিন্দ্র সিং সহ সালানপুর ব্লক তৃণমূল এর সভাপতি মহম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অনেকে উপস্থিত ছিলেন ।