গুরু গোবিন্দ বসু মঞ্চে নৃত্য প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ২৬ অক্টোবরঃ মেমারি থানার শুঁড়ো দুর্গাপুর গ্রামে রাম গোবিন্দ বসু স্মৃতি পাঠাগার ও মা মনসা নৃত্যশিক্ষা কেন্দ্রের উদ্যোগে গুরু গোবিন্দ বসু মঞ্চে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দূরদূরান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। এখানে বহিরাগত ৮ জন বিচারক অংশগ্রহণ করেন। দুর্গাপুর রাম গোবিন্দ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আবির মুখার্জী ও বরুণ পাল জানান প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ক, খ, গ, ঘ বিভাগে। ক বিভাগের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সহ আরও পুরস্কার ও শংসাপত্র আছে এবং অন্যান্য বিভাগগুলির জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। তারা মোবাইল ছেড়ে কচিকাঁচারা যাতে এই সাংস্কৃতিক অঙ্গনে এসে তাদের বিকশিত করে এই আহ্বান জানান। গ্রামীণ এলাকায় আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এতো প্রতিযোগী অংশগ্রহণ করায় এলাকার মানুষ উৎসাহিত।
