গুসকরায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির

Spread the love

গুসকরায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে সুগার, প্রেসার সহ নানা রোগ এসে বাসা বাঁধে। বয়স ও রোগের সম্পর্ক কার্যত সমানুপাতিক। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন হয়ে পড়ে। আর্থিক ও অন্যান্য পারিবারিক কারণে প্রবীণদের পক্ষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়না। অধিকাংশ সময় তারা অবহেলিত থেকে যায়। স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে এইসব প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য ২০১৫ সালে স্থানীয় একটি ওষুধের কাউণ্টারের উদ্যোগে গুসকরার প্রবীণদের নিয়ে গড়ে ওঠে ‘গুসকরা গোধূলি’।

২০ শে জানুয়ারি ‘গুসকরা গোধূলি’-র উদ্যোগে এবং বর্ধমানের একটি সুপরিচিত বেসরকারি হাসপাতালের সহযোগিতায় গুসকরা স্কুলমোড় সংলগ্ন একটি লজে প্রবীণদের জন্য আয়োজিত হয় ‘বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা’ শিবির। সংশ্লিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে মোট ৫২ জন প্রবীণ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মূলত শিবিরে প্রেসার, সুগার, ওজন মাপার সঙ্গে সঙ্গে কয়েকজনের ইসিজি করা হয়। এছাড়াও প্রবীণদের বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত সংশ্লিষ্ট ওষুধের কাউণ্টারের উদ্যোগে ইতিমধ্যে পঞ্চাশটির মত এইরকম শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি  বেসরকারি হাসপাতালটি প্রতিমাসে জেলার বিভিন্ন প্রান্তে এইধরনের ৩-৪ টি শিবিরের আয়োজন করে থাকে।

সংশ্লিষ্ট ওষুধের কাউন্টার এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বিশিষ্ট সমাজসেবী সৌগত গুপ্ত বললেন- অধিকাংশ বেসরকারি হাসপাতালের মূল লক্ষ্য থাকে সর্বাধিক লাভ করা। সেখানে এই হাসপাতালটি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।

সংশ্লিষ্ট হাসপাতালের পক্ষ থেকে সুকান্ত শতপতি বললেন - আমরা এই সমাজেরই অংশ। সুতরাং মানুষের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। আমাদের কর্ণধার সেটাই মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *