গুসকরায় এলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
এখনো জাতীয় নির্বাচন কমিশনার আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা না করলেও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে প্রিয়া দাসের নাম ঘোষণা করা হয়েছে।
প্রার্থী প্রিয়া দাস ১১ ই মার্চ গুসকরায় আসেন। দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি রীতি মেনে গুসকরা রটন্তী কালী তলায় পুজো দেন। এরপর আনুষ্ঠানিকভাবে তিনি গুসকরায় ভোটের প্রচার শুরু করেন। আপাতত তিনি ৪ ও ৯ নং ওয়ার্ডের একাংশে প্রচার করেন এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।
তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি দেবযানী গড়াই, গুসকরা শহর মণ্ডল সভাপতি পতিতপাবন হালদার সহ শহরের অন্যান্য কর্মকর্তা ও দলীয় কর্মীরা।
রটন্তী তলায় পুজো দিয়ে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রিয়া দেবী বললেন - আমি রাজনীতিতে নতুন নই। যেখানেই যাচ্ছি মানুষের ভাল সাড়া পাচ্ছি। আমাদের লড়াই তৃণমূলের ভ্রষ্টাচারের বিরুদ্ধে। আমরা মোদিজীর বিকাশের গ্যারান্টি মানুষের সামনে তুলে ধরব। আমি নিশ্চিত মানুষ আমাদের দু'হাত তুলে আশীর্বাদ করবে।