গোধূলির পর্দা

Spread the love

গোধূলির পর্দা


বিভাগ — গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৮/১০/২০২৪

রক্তিম পর্দাটা দিগন্ত ঢেকে দিল
উইংসে তখন রাঙা মেঘের জমাটি ঝলক
সামনের মাঠে ক্রমশঃ ঘনীভূত অন্ধকার
অজস্র গাছগাছালি , তৃণ- লতা , মাঠ- ঘাট – বাটেদের
আঁধারে ডুবে আসা অপলক দৃষ্টি ।

আগে পিছে জ্বলে উঠলো পথ- বাতি
অভিনয় হবে একটা রাতের সাম্রাজ্যের একাংক নাটক
সুচনায় মঞ্চে এলো একাকী সন্ধ্যাতারা
পটভূমিতে রয়েছে একফালি মেঘ আর সুউচ্চ মিনার —
ওদের সঙ্গে আমি দর্শক হ’য়ে গেলাম।

কিছুক্ষণের মধ্যে সব বদলে গিয়ে
ওপরের ছাদ -পর্দাটা হয়ে গেল এক তারামন্ডল
শীরিষের ফাঁকে উঁকি দিল কুমড়ো ফালি চাঁদ
ঝলমলিয়ে উঠলো পলকা আলোর রূপোলি রোশনাই
সে এক অপরূপ মঞ্চ সজ্জা।

শুরু হ’লো এক রাতের অজানা কাহিনী —
কিন্তু দিনের ক্লান্তি বয়ে
কখন আমার দু ”চোখ তন্দ্রায় ঢুলে পড়লো।

বুন্দেলখন্ড ,
১৮/১০/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *