গোপাল নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির পরিবারের সাথে দেখা করেন এমআইএম নেতা দানিস আজিজ
কাজল মিত্র,
:-গতকাল রাতে আসানসোল উত্তর বিধানসভার কাল্লার মোড় সংলগ্ন গোপালনগর বাইপাসে রামবাবু খাটাল অঞ্চলে নুনিয়া নদীর তীরে হঠাৎ নাগেশ্বর যাদবের বাড়িটি বৃষ্টির কারণে বিকট শব্দ করে ভেঙে পড়ে। ধ্বসের সময় বিকট শব্দ শুনে বাড়ির লোকজন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে। একই সঙ্গে খাটালে থাকা গরু, মোষ বেরিয়ে নিরাপদ জায়গায় যেতে না পারায় কিছু প্রাণী আহত হয়েছে।এ বিষয়ে নাগেশ্বর যাদব জানান যে, ” তারা চার ভাই, যাদের পরিবার সবাই খাটাল অঞ্চলে টালির বাড়িতে থাকে। হঠাৎ করে বাড়িটি বিকট শব্দ করে ভেঙে পড়তে শুরু করে পুরো বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।। চোখের সামনে পুরো বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
যার ফলে পশ্চিম বর্ধমান জেলা এআইএমআইএম নেতা দানিস আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে এসে পরিবারএর লোকেদের সাথে কথাবলেন ও আশ্বাস দেন যে পশ্চিম বর্ধমান জেলা এআইএমআইএম দল তাদের পরিবারের জন্য সর্বদা আছে। এদিন দানিস আজিজ বলেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসিস এর অনুপ্রেরণায়
আজ আমাদের পশ্চিম বর্ধমান এআইআইএম টিম
আসানসোল উত্তরের যে এলাকায় এই বাড়িটি ভেঙে সেই পরিবার এর পাশে থাকার আশ্বাস দেয়
তারা জানতে পারেন যে ধসের কারণে বাড়ির সমস্ত জিনিসপত্র ধ্বংসস্তুপের তলায় চলে যায়। এতে বেশ কিছু গবাদি প্রাণী আহত হয়। যদিও কাল রাতে বড়সড় দুর্ঘটনা হলেও পরিবারের কোনও সদস্যের তেমন কোনো চোট লাগেনিসকলেই সুরক্ষিত আছে ।তবে গোটা পরিবার আজ গৃহহীন হয়ে পড়েছে তাই তাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রইল যাতে সরকার ওদের যত দ্রুত সাহায্য করে ।কিন্তু সরকারি ভাবে তাদের কাছে এখন কোন সাহায্য এসে পৌঁছায়নি। এই মানুষগুলো আজ গৃহ হীন আজ তারা কোথায় যাবে।তাই এদের যতদিন না ঘর হচ্ছে ততদিন এদের থাকার ব্যবস্থা করে দিতে হবে।