করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে ‘হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক বিতরণ
কাজল মিত্র
:- বুধবার করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে ‘নতুন জীবন’ নামক এক সংস্থার উদ্যোগে মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে বুধবার বারাবনী বিধানসভার গোরান্ডি বাজার এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ অনুস্ঠান করা হয়। এদিন মোট 1000 জন মানুষের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয় । বিতরণের সময় উপস্থিত ছিলেন ‘New life’এর সদস্যবৃন্দ সহ পানুড়িয়া পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বিশ্বজিৎ সিংহ । সংগঠনের পক্ষ থেকে দুলাল শর্মা বলেন, “এই জটিল পরিস্থিতিতে আমরা সংগঠনের পক্ষ থেকে কুলটির পুরসভার বিভিন্ন ওয়ার্ডে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করেছি। আজ আমরা
সংগঠনের পক্ষ থেকে মারণ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য ১০০০ জন মানুষকে স্যানিটাইজার,মাস্ক, বিতরণ করা হল।এই প্রয়াসের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পানুড়িয়া পানুড়িয়া পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।”