খায়রুল আনাম, ২২ মে
গ্রামে গিয়ে করোনা পরীক্ষার কথা বললেন মন্ত্রী
করোনার প্রকোপ সর্বত্রই যে ভাবে বাড়ছে তাতে, এবার আর গ্রামের মানুষদের শহরের হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নেওয়ার চেয়ে, চিকিৎসকদেরই গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার সময় চলে এসেছে বলে মত প্রকাশ করলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। গুরুদেব রবীন্দ্রনাথের সৃজন কর্মভূমি শ্রীনিকেতনের সুরুলে ১৯৩৪ সালে গড়ে ওঠা সুরুল স্বাস্থ্য সমিতি বহু সময়ই মানব সেবায় এগিয়ে এসেছে। মন্বন্তর, দুর্ভিক্ষ থেকে যে কোনও বিপর্যয়ে এই স্বাস্থ্য সমিতি তার সেবাব্রতে ব্রতী থেকে গিয়েছে। এই করোনাকালেও মানব সেবায় এগিয়ে এলো এই স্বাস্থ্য সমিতি। শনিবার ২২ মে এই স্বাস্থ্য সমিতিতেই চালু করা হলো দশ শয্যার একটি করোনা নিভৃতবাস। যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজকলি সেন, ড. সুপ্রিয় কুমার সাধু, স্বাস্থ্য সমিতির সম্পাদক সিদ্ধার্থ মিত্র প্রমুখ। এই নিভৃতবাসে করোনার মৃদু উপসর্গ নিয়ে যাঁরা থাকবেন তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিয়মিত চিকিৎসকেরা এখানে আসবেন বলে জানান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।।