ঘুম
--দিলীপ রঞ্জন ভাদুড়ী।
ইং ০৯-০৩-২০২৪
ঘুমিয়ে আছি এইতো ভাল
জেগে কি আর হবে,
টি ভি খুললেই মন টা বেজার
নাটুকে কলোরবে!
শাহ জাহান কেমন আছেন,
কোথায় ই ডি র হানা,
কে হারাবেন কত ভোটে
কোথায় কচুরি পানা।
মিথ্যে কথার ফুলঝুরি
ঘন্টা খানেক সভা,
এগিয়ে থাকে,এগিয়ে রাখে
আসল দায় রফা।
সবার আগে ,সবার সাথে
পুকুর কোথায় চুরি,
এক বছরেই রাস্তা উধাও
কে বজায় তুড়ি।
প্রধান মন্ত্রী র মনের কথা
মুখ্যমন্ত্রী র ভাষণ
বিরোধীদের অপপ্রচার
কে পাবে কটা আসন।
গেল গেল রব উঠেছে
কে গেল কোন দলে,
বামুনের নাকি জাত গিয়েছে
চাকরি ছাড়ার ফলে।
কোন রডে করতে হবে
আপনার নিজের বাড়ি ,
কোন রেজারে কাটবেন
সকালে নিজের দাড়ি।
রবি ঠাকুর,উত্তম কুমার
অতি উচ্চ নাম,
মানিক দার নাম জড়িয়ে
বসুমতি চালের গান।
এক ঘেয়ে জীবন আমার
কোথায় ইকটু আলো
জেগে থেকে ঘুমিয়ে থাকা
সব চাইতে ভাল।
— —- — —-