চক্ষু বিশেষজ্ঞর উদ্যোগে সচেতনতা শিবির বাঁকুড়ায়
সাধন মন্ডল,
বাঁকুড়ার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার অনুপ মন্ডল এর উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সাধারন মানুষকে সচেতন করতে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এর সাথে সাথে সচেতনতা শিবির চলছে।শুক্রবার জঙ্গলমহলের রাইপুর, মটগোদা, ফুলকুসমা বাজারে সাধারণ পথচলতি ও বাজার করতে আসা মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন ডাক্তার অনুপ মন্ডল এর প্রতিনিধিরা। তারা জানান ডাক্তারবাবু করোনাকালে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তারই নির্দেশে গ্রামেগঞ্জে, হাটে বাজারে আমরা মাস্ক ও স্যানিটাইজার বিলি করে চলেছি, তাছাড়া মানুষকে করোনা বিধি মেনে চলতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাট-বাজার করতে অনুরোধ করছি।