চতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ে গঠনমেলা ও তিথি ভোজন

Spread the love

চতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ে গঠনমেলা ও তিথি ভোজন

।।সাধন মন্ডল, বাঁকুড়া:——–রাইপুর ব্লকের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের পঠনমেলা, পিএম পোষনের তিথি ভোজন, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী, মানবতার দেওয়াল উদ্বোধন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ বিদ্যালয়ের শিমুল পলাশ সভাকক্ষে। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের সম্মুখে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি যথাক্রমে বাঁকুড়া জেলা পিএম পোষনের ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব চক্রবর্তী ও রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ ।সাথে ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল ও পরীক্ষিত কামিল্যা রাইপুর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ উর্মিলা শবর রাইপুর ব্লক মিড ডে মিল ওসি মনোজ রায় , বিশিষ্ট শিক্ষক ও শিক্ষক নেতা ষষ্ঠী চরণ হালদার, সাধন মন্ডলসহ এলাকার বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও অভিভাবক অভিভাবিকাগন। পরে ফিতে কেটে পঠন মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ এই অনুষ্ঠান নের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছে বিষদ বক্তব্য রাখেন জেলা মিড ডে মিল ইনচার্জ (পিএম পোষন) প্রবীর চক্রবর্তী তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এত সুন্দর একটি বিদ্যালয়ের পরিবেশে তোমরা মানুষ হচ্ছ যা জেলায় খুব কম বিদ্যালয় রয়েছে। তোমাদের মধ্যে থেকেই আগামী দিনের বিশেষ মানুষ বেরিয়ে আসবে তিনি ছাত্র-ছাত্রীদের মোবাইল থেকে দূরে থাকার অনুরোধ জানান। বিদ্যালয় প্রাঙ্গণ কিচেন গার্ডেন, বিভিন্ন শ্রেণীকক্ষ অতিথিরা ঘুরে দেখেন। আজকে তিথিভোজনে ছাত্র-ছাত্রী অতিথিবৃন্দ ও অভিভাবক অভিভাবক তাদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ফ্রাইড রাইস, সাদা ভাত, ডাল,চিকেন, সবজি, পায়েস, মিষ্টি ,চাটনি ও পাপড়ের ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের সাথে আলোচনা করেই আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এছাড়া আমরা সারা বছরই বিভিন্ন মনীষীর জন্মদিন মৃত্যুদিন পালন ছাড়াও নানান সংস্কৃতি অনুষ্ঠান করে থাকি। আজকে অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী সুন্দর নৃত্য প্রদর্শন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী অস্মিতা মন্ডলের ডান্ডি নৃত্য উপস্থিত উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকদের নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *