চতুর্থি তে জঙ্গলমহলের ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন হলো
। সাধনমন্ডল ,বাঁকুড়া:——। আজ চতুর্থী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা জঙ্গলমহলের ফুলকুসমা বালি মাঠে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধন করলেন বাঁকুড়ার সাংসদ তথা তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বরনের পর প্রদীপ প্রজ্বলন করে পূজোর সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী। পুজো উদ্বোধন করে তিনি বলেন গতকাল পুরুলিয়ার বেশ কয়েকটি পূজা উদ্বোধন করেছি আজ এসেছি জঙ্গলমহলে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির ডাকে পুজো উদ্বোধন করতে ।আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর একটি প্যান্ডেল ও এত সুন্দর একটি প্রতিমা জঙ্গলমহলের মানুষ দর্শকদের জন্য তুলে ধরেছেন। যা শহর শহরকে টেক্কা দিচ্ছে ।আমি গর্বিত জঙ্গলমহল বাসির জন্য, তারা এত সুন্দর একটি পুজো উপহার দিচ্ছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনাগুলির কথা তুলে ধরেন এছাড়া তিনি বলেন আমি যেমন ভোট চাইতে এসেছিলাম আপনাদের দরজায় তেমনি আপনাদের সময়ে অসময়ে আমি সর্বদাই পাশে রয়েছি, যখনই ডাকবেন তখনই আমাকে পাবেন। এর মাঝেই প্রবল বৃষ্টি নামে বৃষ্টিকে উপেক্ষা করেই উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক হাজির হয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিনহা বাবু আজকের অনুষ্ঠানের সভাপতি তথা ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডল। ফুল্কুশমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি তথা বাঁধগোড়া নবগঠিত প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত মিদ্যা, সম্পাদক বিধান মণ্ডল, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট উদ্যোক্তা রাজকুমার সিংহ, সনৎ সিংহ, চন্ডী লাহা, শুভঙ্কর দে, ডাক্তার গৌতম সিংহ সহ বিশিষ্ট মানুষজন।এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক সৌমেন পাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।