কৈচর এর ” চন্দনা শিশু শিক্ষা নিকেতন ” -এর ৭৭ তম স্বাধীনতা দিবস পালন হলো। পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান পৃষ্ঠপীষক প্রীতি মাজি রায় ও স্কুলের শিক্ষক ও শিখিকা রা । প্রধান অতিথি ছিলেন – উদয় চৌধুরী, আনন্দ গোপাল দাস , তির্থ মোহন গোস্বামী, তোতন দা ( শতভিসা) , লেবু দা ও আরও অনেকে।
চন্দনা শিশু শিক্ষা নিকেতনের স্বাধীনতা দিবস
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2023/08/IMG-20230815-WA0128.jpg)