চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর২০২৪ ইংরেজি নববর্ষের নতুন ক্যালেন্ডার শুভ মুক্তি

Spread the love

চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর২০২৪ ইংরেজি নববর্ষের নতুন ক্যালেন্ডার শুভ মুক্তি

।আজ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষীকির শুভদিনে হাজরার সুজাতা সদনের প্রেক্ষাগৃহে “চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব” ও “আর আর এস প্রোডাকশন হাউস” এর উদ্যোগে ২০২৪ ইংরেজি নববর্ষের নতুন ক্যালেন্ডার প্রকাশিত হয়। এই বছরের ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার এর চিন্তাভাবনা ও অভিনব ড্রামাটিক ফ্যাশন শো এর নির্দেশনায় ছিলেন ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং পোশাক ও অলংকারের সাজে নতুন মডেলদের সুসজ্জিত করে তোলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার চন্দ্রিমা বসু। ২০২৪ এর ইংরেজি নববর্ষের এই ক্যালেন্ডারের নিজেদের প্রতিভাকে তুলে ধরেছেন বেশ কিছু মডেল তারা হলেন ত্রিদিব গোস্বামী, ময়ূরী মেরী দে, সুলগ্না বসু, সুজয়া শ, শুভদীপ শ, সানিয়া মণ্ডল, রিয়া অধিকারী, বিশ্বরূপ সাহা, রাইমা বাসু, আরো অনেকে। কলকাতার থেকে শুভ ঘোষের রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *