চলচ্চিত্র : সুকন্যা

Spread the love

চলচ্চিত্র : সুকন্যা

কোলকাতা (২২ নভেম্বর ‘২৪):- ‘কে পি মুভিজ’ প্রযোজিত ও সমীর মণ্ডল নিবেদিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র ‘সুকন্যা’-র প্রিমিয়ার শো হয়ে গেল আজ ধর্মতলা চত্বরের এক প্রেক্ষাগৃহে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “রাজ্যের মোট ২৬ টা হলে মুক্তি পেয়েছে ‘সুকন্যা’।”

কাহিনীচিত্রের প্রযোজক সমীর মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র রাজনৈতিক জীবনের ছাওয়া অবলম্বনে নির্মিত এই কাহিনীচিত্র মূলতঃ এক সাধারণ মেয়ের ‘কন্যাশ্রী’- সুবিধা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা।”

কাহিনীচিত্রে মমতা ব্যানার্জি-র চরিত্রে বিশিষ্ট অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের এক মন্ত্রীর ভূমিকায় প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশকের চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার অন্যতম খ্যাতনামা চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন।
কহিনীচিত্রে কনীনিকা ও শান্তনুর পাশাপাশি অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগের মতো খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা।

“নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে,” বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের পরিচালক উজ্জ্বল মিত্র।

প্রিমিয়ার শো-তে প্রযোজক, পরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা সঞ্জীব সরকার অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ ডাঃ শান্তনু সেন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *