চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌরীশংকর মহাপাত্র
। সাধন মন্ডল বাঁকুড়া:—- বৃহস্পতিবার রাত্রি বারোটা কুড়ি মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌরী শংকর মহাপাত্র(৭৩)।তিনি দীর্ঘদিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারেন্টেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী পুত্র কন্যা সহ পরিবারের এক ভাই ও চার বোনদের রেখে গেলেন। এখানে উল্লেখ্য ডাক্তার গৌরীশংকর মহাপাত্র একজন প্রতিষ্ঠিত ডাক্তারবাবু ছিলেন না তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী । জীবনের কর্ম ব্যস্ততায় বেশিরভাগ সময় বাইরে থাকলেও তার সারেঙ্গা ব্লকের বেড়োবাইদ গ্রামের বাড়িতে নিয়ম মেনে বিভিন্ন পুজো পার্বণে আসতেন এবং সকলের সাথে আনন্দ উপভোগ করতেন। তার মৃত্যুতে গ্রামবাসীরা শুধু একজন বিশিষ্ট চিকিৎসক কে হারালেন না তারা একজন অভিভাবককে হারালেন । গ্রামবাসী সব্যসাচী মহাপাত্র ,জয়ন্ত মহাপাত্ররা বলেন উনাকে দেখে কখনোই আমরা বুঝতে পারতাম না যে উনি একজন এত বড় পদের আধিকারিক। উনি যখনই গ্রামের বাড়িতে আসতেন তখনই ওনার বন্ধুবান্ধবসহ সকলের সাথে খোলামেলা আলোচনায় বসতেন ও আড্ডা মারতেন। গ্রামের কোন মানুষের চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে কিনা তাও জানতে চাইতেন। এলাকার অসুস্থ কোন মানুষের চিকিৎসার অসুবিধা হলে বাঁকুড়া সম্মিলনী কলেজে তার চিকিৎসার সুব্যবস্থা করে দিতেন। এক কথায় তিনি গরিব মানুষের ভগবান ছিলেন। তার মৃত্যুতে সারেঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।