চলে গেলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি

Spread the love

চলে গেলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি

ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ কলকাতার পিয়ারলেস হাসপাতালে ৯৪ বছর বয়সে আজ শনিবার রাত ১২.৩০ নাগাদ দেহ রাখলেন। তিনি ১৯৫৪ সালে সঙ্ঘে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সঙ্ঘের সেবার কাজে নিযুক্ত ছিলেন । তিনি দীর্ঘদিন উত্তরবঙ্গ তথা আসাম ও নাগাল্যান্ডের উন্নয়নের দায়িত্বে ছিলেন।
জনজাতি উন্নয়নে ও শিক্ষা বিস্তারে তার বিশেষ অবদান ছিল।
জাতী সংগঠন তথা হিন্দু মিলন মন্দিরের রুপকার ছিলেন তিনি।
তার মরদের কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে শায়িত অবস্থায় রাখা থাকবে । আজ বিকাল ৪ টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বর্ধমান জেলায় জন্ম ও বেড়ে ওঠা। স্নাতকোত্তর পর্যন্ত পড়ে তিনি দামোদর পত্রিকার সম্পাদক হন। পরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন।
সঙ্ঘের দ্বিতীয় সভাপতি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ মহারাজের কাছে দিক্ষা নিয়ে তিনি সন্ন্যাস গ্রহন করেন।
সঙ্ঘের উচ্চ সাধক স্বামী প্রজ্ঞানন্দজীর নির্দেশে প্রথমে তিনি রানীবাঁধে সঙ্ঘের জীবন শুরু করেন। পরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জনজাতী উন্নয়নের কাজ শুরু করেন।
পরে আসাম ও ন্যাগাল্যান্ডের উন্নয়নেও তাঁর অগ্রনী ভূমিকা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *