চাঁদে মহাকাশযান অভিযানে বড় ভুমিকায় এক ভারতীয় বংশোদ্ভূত
সেখ নিজাম আলম,
৫০ বছর আগে চাঁদে আমেরিকান মহাকাশ সংস্থা নাসার তরফে মহাকাশচারীদের নামানো হয়েছিল। পুনরায় সুপরিকল্পিতভাবে তিনটি পার্টে চাঁদে অভিযান চালাতে চলেছে নাসা কর্তৃপক্ষ। আর এই বৃহৎ প্রকল্পে বড় দায়িত্বে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সুবাসিনী আইয়ার নাম তাঁর। ভারতের কোয়েম্বত্তুরে জন্মভূমি তাঁর। আর্টেমিম ১ মিশন তে মহাকাশচারী ছাড়ায় চাঁদে মহাকাশযান নামানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরপর পার্ট ২ এবং পার্ট ৩ তে মহাকাশচারীদের নিয়ে নামা হবে। এই পুরো প্রকল্পের প্রাথমিকস্তর থেকে চুড়ান্ত স্তর পর্যন্ত বড় দায়িত্বে এই সুবাসিনী আইয়ার।