চাঁন্দুডাঙ্গা গ্রামে শুরু হল নব কুঞ্জ মহোৎসব।

Spread the love

চাঁন্দুডাঙ্গা গ্রামে শুরু হল নব কুঞ্জ মহোৎসব।


সাধন মন্ডল বাঁকুড়া:-রাইপুরের সন্নিকটে চাঁদুডাঙ্গা গ্রামে আজ থেকে শুরু হল নব কুঞ্জ মহোৎসব। এখানে উল্লেখ্য এই গ্রামে গত ৩রা এপ্রিল বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের সমাগমে উদ্বোধন হলো ১০৮ ফুট উচ্চতা প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মা মহামায়া র নতুন মন্দির। মা মহামায়া মন্দির কমিটির উদ্যোগে শুরু হল এই নবকুঞ্জ মহোৎসব চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। এই উপলক্ষে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রাধা নাম শ্রবণ করতে মন্দির প্রাঙ্গনে হাজির হন। সারেঙ্গা থেকে আগত শেখর রাউত বলেন আমরা সপরিবারে এসেছি একসাথে দুটো কাজ হয়ে গেল একদিকে মন্দির দর্শন মায়ের পুজো এবং রাধা নাম সংকীর্তন শ্রবণ। এ এক পরমপ্রাপ্তি। মন্দির দর্শন করে সকলেই খুব খুশি এত সুন্দর একখানা মন্দির নির্মিত হয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। যে কোন পর্যটকের কাছে একটি আকর্ষণীয় মাতৃমন্দির। যিনি একবার আসবেন তিনি বারে বারে এখানে আসতে চাইবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *