চার্জে বসানো অবস্থায় টোটোর চারটে ব্যাটারি চুরি,অভিযোগের ভিত্তিতে সাঁইথিয়া থানার পুলিশ তদন্তে নেমে ব্যাটারি উদ্ধার সহ ধৃত একব্যক্তি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জীবিকা নির্বাহের একমাত্র সম্বল টোটো। সারাদিন পরিশ্রম করার পর রাত্রে নিজ বাড়িতে টোটোর চারটে ব্যাটারি চার্জে দেওয়া অবস্থায় সেগুলো চুরি হয়ে যায়। সকালে উঠে অবস্থা দেখে মাথায় হাত। টোটো না চললে রোজগারে সমস্যা ইত্যাদি কথা মাথায় নিয়ে সোজা সাঁইথিয়া থানায় গিয়ে ব্যাটারি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন ১৭ ই আগস্ট স্থানীয় থানার মাঠ পলসা পঞ্চায়েতের সলপা গ্রামের করুণা ভুঁইয়া। এদিনেই সাঁইথিয়া থানার পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সিউড়ি থানার জুনিদপুর গ্রামের এস কে সুরজ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরদিন সিউড়ি আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে সাঁইথিয়া থানার পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মামলার তদন্তের সময় মঙ্গলবার রাতে ধৃতের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকে চুরি যাওয়া ৪টি ব্যাটারি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সমস্ত আইনি প্রক্রিয়া অনুযায়ী উদ্ধার করা ব্যাটারিগুলো টোটো মালিকের কাছে হস্তান্তর করা হবে ।সেকথা টোটো মালিক শোনা মাত্র তার মাথার বোঝা যেন হালকা হয়ে গেল। পাশাপাশি এত দ্রুততার সাথে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার সহ আসামী গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে থানার বড়বাবু সহ অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।