চার সপ্তাহের মধ্যেই সোনালী বিবি সহ ৬ জন কে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে, কেন্দ্র কে নির্দেশ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন,
শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক গুরত্বপূর্ণ মামলায় রায়দান ঘোষণা করলো। কলকাতা হাইকোর্টে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত এক মামলায় বড় ধাক্কা খেল কেন্দ্র। বীরভূমের অন্তঃসত্বা সোনালি বিবি ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছে, -‘চার সপ্তাহের মধ্যেই ওই পরিবারকে বাংলায় ফিরিয়ে আনতে হবে’। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, -‘বীরভূমের পাইকরের বাসিন্দাদের বাংলাদেশে পাঠানো কেন্দ্রের ভুল সিদ্ধান্ত ছিল’। আদালতের এই নির্দেশ কার্যকরের ওপর ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ চেয়েছিল কেন্দ্র, সেই আবেদনও খারিজ করেছে আদালত।চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে হবে বীরভূমের বাসিন্দা সোনালি বিবিকে। যাঁকে গত ১৮ জুন ‘পুশ ব্যাক’ মামলায় স্বামী-পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত ২ দশক ধরে দিল্লিতে থেকে জীবিকা নির্বাহ করছিলেন সোনালি বিবি। সেখানে কাগজকুড়ুনি এবং পরিচারিকার কাজ করে দিন চলত তাঁদের।কিন্তু গত ১৮ জুন আচমকাই বাংলাদেশি তাদের আটক করে দিল্লি পুলিশ, এরপর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও তাঁকে তাদের গ্রেফতার করা হয়েছিল। এই মূহুর্তে সোনালি বিবি ৯ মাসের গর্ভবতী। সোনালির আইন জীবির দাবি, সোনালি বরাবরই বীরভূমের বাসিন্দা। তিনি বাংলাদেশি হতেই পারেন না।এমনকী প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা দেওয়া হয়। কিন্তু দিল্লি পুলিশ দাবি করেছেন, সোনালিরা আদৌ ভারতীয় নন। এরপরেই সোনালির বাবা কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। গত তিন মাস মেয়ের চিন্তায় ঘুম আসেনি তাঁর। অবশেষে কেন্দ্রের নির্দেশ খারিজ করে শুক্রবার এই মামলার প্রেক্ষিতেই রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। যেখানে বলা হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে সোনালি এবং তাঁর পরিবারকে। সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। কেন্দ্রকে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে।