চা শিল্পে হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

সোমবার দুপুরে দিল্লির সাংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশের ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এর মধ্যে চা শিল্পে এক হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর করা হয়েছে। তবে এটি শুধুই পশ্চিমবাংলার জন্য নয় আসাম রাজ্যের চা শিল্পেও বরাদ্দকৃত এই কেন্দ্রীয় অনুদান। পশ্চিমবাংলায় নথিভুক্ত চা বাগান রয়েছে ২৯০ টি।এই চা বাগানে প্রত্যক্ষভাবে যুক্ত সাড়ে ৩ লাখ চা শ্রমিক। সেইসাথে চা শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে ১৫ লক্ষের মত মানুষজন।আসামের চা বাগান রয়েছে ৭৯৯ টির মত।ইতিমধ্যেই বাংলার শাসক দল তৃণমূলের পক্ষে চা শিল্পে এক হাজার কোটি টাকার অনুদান নিয়ে তির্যক মন্তব্য করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কে। তিনি ডুয়ার্সের বন্ধ হওয়া ৮ টি চা বাগান সংস্কার কেন হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন এদিন। ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘চা সুন্দরী’ প্রকল্পে ৫০০ কোটি টাকার অনুদান নিয়ে সাফল্য তুলে ধরা হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে – আসন্ন বিধানসভার নির্বাচনে কেন্দ্রের সরকার উত্তরবঙ্গের ভোট অঙ্কের কথা ভেবে এই হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে।যাতে আসন্ন বিধানসভার ভোটে কেন্দ্রীয় সরকারের এই আর্থিক অনুদান নিয়ে বিজেপি প্রচার করতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *