চিকিৎসা ক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করে বাঘাযতিন আইরিস হসপিটাল।
কলকাতার বাঘাযতিন অন্যান্য নামি হসপিটাল গুলোর মধ্যে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল এর নামের শ্রেষ্ঠত্বের পালক লেগেছে।বাংলাদেশ থেকে আসা ২৩ বছরের এক মহিলার চার কেজি ওজনের প্যানক্রিয়াটিক টিউমার সফলতার সাথে সার্জারি করেন।আইসিইউ না বিশাল পরিমাণ রক্তক্ষরণ না কোন জটিলতা টিউমার রোগে একদমই নরমাল ভাবে চিকিৎসা সাফল্য লাভ করে। শুধু তাই নয় আট দিনের মধ্যেই রোগীকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়।এই ডাক্তারি আলোচনা উপস্থিত ছিলেন ডক্টর শুদ্ধসত্য সেন তিনি প্রথম এত বড় আকারের টিউমার অপারেশন করেন। কোলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট