কাজল মিত্র
:- করোনার সঙ্কট সত্ত্বেও চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় নির্মাণ কাজের গতি বৃদ্ধির সাথে সাথে আজ পঞ্চাশতম রেলইঞ্জিন তৈরি করা হল।চলতি অর্থবছর ২০২০-২১ অর্থবছরে উত্পাদিত ৫০ তম ইঞ্জিন, ডাব্লুএজি -9 / এইচসি (32814) আজ পাঠানো হল। ইঞ্জিনগুলি তৈরি করার সময়, চিত্তরঞ্জন কারখানার কর্মী এবং সুপারভাইজার সকলেই করোনার ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত সতর্কতা অবলম্বন করছেন। যেমন মুখে মাস্ক দিয়ে ঢাকা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত পরিষ্কার এবং জনস্বাস্থ্য কর্মীদের সাহায্যে কাজের বিভিন্ন স্থান পরিষ্কার করা।এই দিন চিত্তরঞ্জন কারখানার মহাপ্রবন্ধক প্রবীণ কুমার মিশ্র বলেন চিত্তরঞ্জন কারখানায় 50 টি লোকো উৎপাদনের জন্য কারখানার কর্মচারী, পর্যবেক্ষণ,এবং অফিসারদের পুরো টিমের কাজের প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে,চিত্তরঞ্জন এর দ্বিতীয় বছরে ২০১৮-১৯ অর্থবছরে ৪০২ টি লোকো ইঞ্জিন বিশ্বরেকর্ড বানিয়েছে যা লিমকা বুক অফ রেকর্ডস দ্বারা চিত্তরঞ্জন কে সম্মানিত করা হয়েছিল। এবং গত বছরের ২০১৯-২৯ তে ৪৩১ টি রেল ইঞ্জিন তৈরি করে বিশ্ব রেকর্ড তৈরি করে।