চিত্তরঞ্জন সিমজুরি কালীমন্দির প্রাঙ্গনে রক্তদান শিবির
কাজল মিত্র
– করোনার ভয়াবহ থাবার মাঝেই দেশের নানা প্রান্তে শুরু হয়েছে রক্ত সংকট৷ তাই গ্রামে-গঞ্জে, ব্লকে-ব্লকে এবং শহরে ছোট আকারে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের।তাই চিত্তরঞ্জন শহরের সিমজুরি শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির সোসাইটির উদ্দোগে মন্দির প্রাঙ্গনেও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই রক্তদান শিবিরে অনেক মানুষ রক্তদান করতে আসেন৷ করোনার সময় সব সতর্কতা মেনে রক্তদান শিবির আয়োজন করা হয়৷ রবিবার এই মন্দির সোসাইটির উদ্যোগে ও আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়৷এই শিবিরে ৫০ উনিট রক্ত সংগ্রহ করা হয়
শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সিমজুরি ভাইস ওয়ার্ডেন উমেশ মন্ডল, তৃণমূলের মহিলা নেত্রী রুমেলি দাস মুখার্জি।তাছাড়া এদিন এইবশিবিরে উপস্থিত ছিলেন অমিত চক্রবর্তী, মন্দির সোসাইটির সাধারণ সম্পাদক এইচ ডি মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্ট পিএন সিং, আর পি দাস ,গৌতম সরকার , বিবি মন্ডল সহ অনেকে ।