চিনা বাজারে রক্ষাকালী পুজো

Spread the love

উত্তর কলকাতার ওল্ড চিনা বাজার স্টিট বিকমচাঁদ মার্কেটে শ্রীশ্রী রক্ষাকালী পূজা কমিটির ৩২তম বর্ষের পদার্পণ করলো। ৩১ শে আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এক ধরনের ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অন্যান্য কালীপুজোর মা কালীর আমরা সাধারণত জীব বাইরে দিকে বেরিয়ে থাকতে দেখা যায় কিন্তু এখানে এই পূজার বিশেষত মাকালী জীভ বাইরে দিকে বেরোনো নেই।অভয়দায়নী কালীপুজো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শনিবারে এই পুজো হয়ে থাকে।তাই অনুষ্ঠানে ভক্তিগীতি থেকে শুরু করে জনসাধারণের উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ করা হয়।শ্রী শ্রী রক্ষাকালী পূজা কমিটির কনভেনার হরেন্দ্র দুবে,বীরেন্দ্র কুমার ঝাঁ,পায়ান সিং,সঞ্জয় দুবে, অনিল সিং,বীরেন্দ্র ঝাঁ,সুকুমার দাস,দ্বীপ সাহা,আকাশ পান্ডে, অঙ্কিত শর্মা আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *