চিরাচরিত প্রথা মেনে অষ্টমীর সন্ধি পূজা সমাপ্ত হল রাইপুরের মা মহামায়া মন্দিরে।

Spread the love

চিরাচরিত প্রথা মেনে অষ্টমীর সন্ধি পূজা সমাপ্ত হল রাইপুরের মা মহামায়া মন্দিরে।


সাধন মন্ডল বাঁকুড়া:—বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই উৎসব উপলক্ষে সারাদেশে তথা বিদেশেও চার দিন ধরে নানান অনুষ্ঠানে মেতেছে বাঙালি। জঙ্গলমহলের রাইপুরের চাঁন্দু ডাঙ্গা গ্রামে প্রাচীন প্রায় ৪০০ বছরের পুরানো মহামায়া পূজো হয়ে আসছে এখানে মায়ের পাষান মূর্তি। রাইপুরে হরিহর গঞ্জ গড় রাজ পরিবার থেকে রাজ পরিবারের কুলোদেবী রাজলক্ষ্মীকে নিয়ে আসা হয় মন্দিরে। এখানেই রাজলক্ষ্মী দুর্গা রূপে পূজা পেয়ে থাকেন। অষ্টমীর সন্ধিক্ষণে পুরানো রীতি ও প্রথা মেনে রাজ পরিবারের পক্ষ থেকে বলিদানের সমস্ত প্রসাদী পাঠানো হয় মায়ের মন্দিরে। তার মধ্যে বলি দেওয়ার জন্য থাকে একটি পাঁঠা, আঁখ ও চাল কুমড়ো। কথিত আছে অতীতে এই মন্দিরে অষ্টমীর সন্ধিক্ষণে নরবলি হতো রাজা দুর্জন সিংহ সেই তথা তুলে দিয়ে পাঠাবলির ব্যবস্থা করেন। সেই নিয়মআজও বর্তমান। এই সন্ধিক্ষণে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ৫ থেকে ১০হাজার মানুষের সমাগম ঘটে।। নিয়ম মেনে চলছে পুজোপাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *