চুরি হওয়া সোনার অলংকার ও টাকা সহ ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দেন রাজনগর থানার পুলিশ
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম;- বীরভূমের রাজনগর থানার পশ্চিম সীমান্তবর্তী ঝাড়খণ্ডের রসুলপুর গ্রামের লক্ষীশ্রী ঘড়ুই ও তাঁর দেওর দেবনাথ ঘোষ গত ২০১৯ সালে বীরভূমের রাজনগরের বন্ধন ব্যাংকের শাখায় টাকা জমা দিতে আসেন । নিজেদের কাজ করার সময় অসাবধানতাবশত বন্ধন ব্যাংকের ভেতর থেকে লক্ষীশ্রী ঘরুই নামে ওই মহিলার ব্যাগটি চুরি হয়ে যায়।বিষয়টি স্থানীয় রাজনগর থানায় জানান ওই মহিলা। ব্যাগের মধ্যে দুটি সোনার অলংকার ও দশ হাজার টাকা ছিল বলে রাজনগর থানায় জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া ওই সমস্ত জিনিসগুলি সহ ব্যাগটি উদ্ধার করে। এরপর উদ্ধার হওয়া ওইসব জিনিসপত্র অলংকার ও টাকা আজ বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী রাজনগর থানায় ডেকে উদ্ধারকৃত টাকা ও সোনার গয়না সামগ্রী ফেরত দেওয়া হল লক্ষ্মীশ্রী ঘড়ুইকে। রাজনগর থানার এসআই দীপক কুমার রায় ও এএসআই স্বপন মাল চুরি যাওয়া সোনার অলংকার ও টাকা সহ ওই ব্যাগটি লক্ষ্মীশ্রী ঘোড়ুই এর হাতে তুলে দেন থানা অফিসের মধ্যে। উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র ফেরত পেয়ে রাজনগর থানার পুলিশকে ধন্যবাদ জানান লক্ষীশ্রী ঘড়ুই ও দেবনাথ ঘোষ। রাজনগর থানার পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।