চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলা ঘিরে টানটান উত্তেজনা,কাঁকরতলায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কাঁকরতলা যুব আদর্শের সংঘের পরিচালনায় ৮ টি ফুটবল দলকে নিয়ে গত ৯ ই অক্টোবর তিনদিনের ফুটবল খেলা শুরু হয়। সোমবার চূড়ান্ত পর্যায়ের খেলায় এ টু জেড বীরভূম নওপাড়া ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে সোরেন সিপাহী একাদশ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী ঘোষিত হয়।পুরস্কার হিসেবে বিজয়ী দলের হাতে ৭০,০০০ টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে ৫০০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।এছাড়াও চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় বলে জানান যুব আদর্শ ক্লাবের সদস্য শেখ মানা, শেখ সেলিম, শেখ আখতার, শেখ মহিবুল,শেখ মফিজুলরা। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজের উদ্দেশ্যে বলেন মোবাইল ছেড়ে মাঠে এসো,শরীরচর্চা করো।খেলায় মন দাও,খেলা বা শরীরচর্চায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মন-মানসিকতা স্থির থাকে,শরীর গঠন হয়,একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, বড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান আলিননেশা খাতুন,অধ্যাপক দেবব্রত সাহা, সমাজসেবী মৃনালকান্তি ঘোষ,উজ্জ্বল হক কাদেরী, শ্যামল কুমার গায়েন,কাঞ্চন দে,সেখ জয়নাল প্রমুখ ব্যাক্তিবর্গ।