চোরাচালান দুটি মোটরসাইকেল সহ ধৃত-১, লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাশোল ব্লকের জাহিদপুর জঙ্গল থেকে এক বাইক চোরা চালানকারীকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ শুক্রবার রাতে জাহিদপুর জঙ্গল থেকে প্রসেনজিৎ গোপ নামে ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুড়াবেড়িয়া গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করল। পুলিশ ইতিমধ্যেই চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করেছে। ধৃত প্রসেনজিত গোপকে লোকপুর থানার পুলিশ শনিবার দুবরাজপুর আদালতে পেশ করেন এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করেন। বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।