চোলাই মদ সহ ধৃত-১ লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ঝাড়খণ্ড থেকে বীরভূমের সীমান্তবর্তী থানা এলাকা দিয়ে বিভিন্ন গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ। সেগুলো কখনো পাইকারি হারে তো কখনো খোলা বাজারে বিক্রি হচ্ছে।
সেগুলো বন্ধের জন্য তৎপর হয়ে উঠেছে লোকপুর থানার পুলিশ। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং পয়েন্টের কাছাকাছি সন্দেহভাজন এক ব্যাক্তিকে বৃহস্পতিবার রাতে আটক করে এবং তার কাছ থেকে দশ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সঞ্জয় গোপ ওরফে গোলাম, বাড়ি ঝাড়খন্ডের মুড়াবেড়িয়া গ্রামে।শুক্রবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য লোকপুর থানার পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে এপর্যন্ত একটি মোটরসাইকেল, প্রায় দেড় শতাধিক লিটার অবৈধ মদ সহ বেশ কয়েকজনকে আটক করে ছিল।