ছট পুজোর উৎসবে যাত্রী সুরক্ষায় রেল
বনি সিংহ : আসন্ন ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময় সকল যাত্রীদের সুবিধার্থে ইস্টার্ন রেলওয়ে হাওড়া বিভাগীয় রেল ব্যবস্থাপক বিশাল কাপুর বিশেষ ব্যবস্থা নিলেন। হাওড়া স্টেশনে প্রায় ৬৫০০ বর্গফুট আয়তনের দুটি হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। উদ্দেশ্য অতিরিক্ত ভিড়ে যাত্রীদের অসুবিধার সম্মুখীন এ যাতে না পরতে হয়, তার জন্য থাকছে বাইরে টিকিট কাউন্টার এবং মোবাইল চার্জিং এর ব্যবস্থা। এছাড়া সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে নজরদারি ফলে রেল যাত্রীরা থাকবে সুরক্ষায়। হাওড়ার ডিআরএম নিজে রেল স্টেশন পরিদর্শন করলেন। তিনি জানান ছট উৎসবের পরে জগদ্ধাত্রী পুজো আসছে, যার জন্য পূর্ব রেলওয়ে শহরতলীর যাত্রীদের প্রচুর ভিড় হবে, এর জন্য জগদ্ধাত্রী পূজোর রাতে চন্দননগর এবং সংলগ্ন এলাকার জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের দর্শনার্থীদের প্রতিদিন পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
