ছদ্মবেশে অস্ত্র ব্যাবসায়ীকে বমাল সহ গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে বমাল সহ গ্রেফতার করে শনিবার সন্ধ্যা রাত্রি নাগাদ। খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলী গোপন সূত্র মারফত খবর পেয়ে তড়িঘড়ি পুলিশের জাল বিস্তার করে ফেলেন অস্ত্র ব্যাবসায়ীর গতিবিধি লক্ষ্য করে। পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে অস্ত্র ব্যাবসায়ীর সাথে কথোপকথন চলাকালীন ওসি সেখ কাবুল আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী অতর্কিতে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায় অস্ত্র ব্যাবসায়ীর নাম সেখ আলী হোসেন, বাড়ি স্থানীয় থানার পুরশুন্ডা গ্রামের নীচে পাড়ায়। রবিবার সন্ধ্যার সময় পাঁচড়া- সারি বাগান রাস্তার জোড়া বটতলায় মোটরসাইকেল ও ব্যাগ নিয়ে অপেক্ষারত অবস্থায় থাকাকালীন পুলিশের জালে আটকে পড়ে অস্ত্র ব্যাবসায়ী। ধৃতের ব্যাগ তল্লাশি করে একটি কার্বাইন, দুটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার হয়। পাশাপাশি মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করে খয়রাশোল থানায় নিয়ে আসা হয়। পুলিশ ইতিমধ্যে ধৃতকে আগ্নেয়াস্ত্র কারবারিদের মাথা, বাজার, খরিদ্দার ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।সেই প্রেক্ষিতে অস্ত্র কারবারের মূল চক্রী হিসেবে লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের সেখ জাফিরকে পরবর্তীতে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ। অস্ত্র কারবারে ধৃত দুজনকেই সোমবার দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে ১২ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়। কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে দুইজনকেই ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।