ছাতিম ফুলের গন্ধ
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১১/১০/২০২৪
গন্ধ কখনো নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না
তা সুগন্ধ হোক্ কিংবা দুর্গন্ধই হোক
বাতাসে আপনা-আপনি ছড়িয়ে পড়ে
সবাই বুঝতে পারে আশপাশে চতুর্দিকে ক্রমশঃ।
রাস্তার মোড়ে খিলখিলিয়ে হাসে ছাতিম গাছটা
ব্যাপনে ছড়িয়ে পড়ে ওর প্রবল অসহ্য গন্ধ
সবাই অস্বস্তি অনুভব করে — কিন্তু উপায় নাই
সাধের লাগানো গাছে ফুল তো ফুটবেই।
সমাজের স্তরে স্তরে ছাতিমের গন্ধ
দুঃসহ হ’লেও ঘ্রাণেন্দ্রিয়কে নিতেই হচ্ছে
যেতেই হচ্ছে নিজেদের লাগানো ছাতিমের তলা দিয়ে
সকলের ঘোষিত প্রতিবাদে ছাতিম গাছটা মুখ টিপে হাসে।
ওকে উৎপাটন করা কিংবা কেটে ফেলা বাঞ্ছনীয়
পরিবেশকে শুদ্ধ – স্বচ্ছ করতে গেলে ,
ও রসদ পেতে পেতে একদিন মহীরুহ হ’য়ে যাবে
শুধু অসহ্য গন্ধ নয় ,কান্ডে- শেকড়ে দখল করবে মাটি
—বর্তমান সময়ের প্রেক্ষিত সে কথাই বলছে।