ছাত্রছাত্রীদের উদ্যোগে গরীব ছেলেমেয়েদের পুজোর জামা
আর্থিক স্বচ্ছন্দ না থাকায় অনেকেই পূজোর আনন্দ উপভোগ করতে পারে না। এবার এইসব পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সহযোগিতা করতে নিজেদের পুজোর আনন্দে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে গরিব ও পিছিয়ে পড়া কচিকাঁচাদের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিল একদল ছাত্র-ছাত্রী। কলকাতার মেম্বারস অফ নিডস বা মন নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে কয়েকজন ছাত্র-ছাত্রী যাদবপুর স্টেশন সংলগ্ন জিআরপি থানার কাছে এক অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেয়। উপস্থিত ছিলেন যাদবপুর জি আর পির ওসি মোহাম্মদ কামারুজ্জামান,ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার ও মন সংস্থার চিরায়ত চাটার্জী।