ছাত্রীদের আত্মরক্ষার্থে তিনদিনের ক্যারাটে প্রশিক্ষণ
সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বরঃ মেমারি কলেজের এনএসএস ও শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে কলেজে পাঠরত ছাত্রীদের আত্মরক্ষার্থে তিনদিনের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সূচনায় উপস্থিত ছিলেন মেমারি থানার অফিসার ইনচার্জ দেবাশীষ নাগ, সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস, মেমারি কলেজের প্রিন্সিপল দেবাশীষ চক্রবর্তী, শারীর শিক্ষা বিভাগের প্রধান ডঃ সুকান্ত সাহা, ভূগোল বিভাগের অধ্যাপিকা মুনমুন ব্যানার্জী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও কর্মীবৃন্দ। প্রশিক্ষণ শেষ হবে ২৭ সেপ্টেম্বর শুক্রবার। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনের ভিত্তিতে ৫১ জন ছাত্রী প্রথম দফায় তিন দিনের প্রশিক্ষণ নিচ্ছে বলে জানান অধ্যাপক ডঃ সুকান্ত সাহা। এই আত্মরক্ষার প্রশিক্ষণে সহযোগিতা করছেন জোমাসর ফেডারেশন অফ ইন্ডিয়ার দুই প্রশিক্ষক এবং সহকারী প্রশিক্ষক হিসেবে কলেজের ছাত্রছাত্রীরা। মেমারি কলেজের অধ্যক্ষ জানান ছাত্রজীবন ছাড়াও কর্মক্ষেত্রে কোনো প্রকার আক্রমণ করতে এলে প্রাথমিক প্রতিরোধ করতে পারবে, এই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ। ছাত্রীরা যদি এ বিষয়ে আগ্রহী হয় ভবিষ্যতে আরও এ ধরনের শিবির করা হবে। তিনি আরো জানান ছাত্র-ছাত্রীদের সচেতনতায় ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ক সেমিনার বা প্রশিক্ষণ শিবির করা হচ্ছে কলেজে এবং ভবিষ্যতেও চলবে। এই তিন দিনের প্রশিক্ষণ শেষে ছাত্রীদের একটি করে শংসাপত্র প্রদান করা হবে বলে জানা যায়।