ছাত্র-ছাত্রীদের আবদারে স্কুল ছুটি দিলেন প্রধান শিক্ষক নজিরবিহীন ঘটনা সারেঙ্গায়

Spread the love

ছাত্র-ছাত্রীদের আবদারে স্কুল ছুটি দিলেন প্রধান শিক্ষক নজিরবিহীন ঘটনা সারেঙ্গায়

। সাধন মন্ডল বাঁকুড়া:-আজ সোমবার ১১ই আগস্ট সারেঙ্গা ব্লকের বাগজাতা বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ থাকায় ক্ষুব্ধ ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা গন ।এখানে উল্লেখ করা যায় দ্বিতীয় পর্বের পরীক্ষা চলছে সারেঙ্গা ব্লক জুড়ে। সেখানে কমপ্লেক্স এর প্রশ্নপত্রে পরীক্ষা চলছে আজকে ব্লক এলাকার অন্যান্য বিদ্যালয়ে পরীক্ষা চললেও হঠাৎ করে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বিদ্যালয় ছুটি দিয়ে দিয়েছেন বলে অভিযোগ এ ব্যাপারে সারেঙ্গা অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু কাছে জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয়ে ছুটি দেওয়ার বিষয়টা আমার জানা নেই। তবে এভাবে পরীক্ষা চলাকালীন বিশেষ কোনো কারণ ছাড়াই বিদ্যালয় ছুটি দিয়ে পরীক্ষা বন্ধ রাখা উচিত নয়। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কল্যাণ মিশ্র বলেন এটা প্রধান শিক্ষক ঠিক করেননি। আজকে ছুটির ব্যাপারে আমার সাথে কোন রকম আলোচনা হয়নি তাছাড়া ম্যানেজিং কমিটির কোন সিদ্ধান্ত নয় এটি। শুনেছি বিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে আজ শিবের মাথায় জল ঢালা চলে যাবে এই মর্মে একটি দরখাস্ত দিয়েছে তাই মাস্টার মশাই স্কুল ছুটি দিয়ে পরীক্ষা বন্ধ করে দিয়েছেন এটা উনি ঠিক করেননি। খাতড়া মহকুমা বিদ্যালয় পরিদর্শক আশীষ কুমার মন্ডল বলেন এভাবে হঠাৎ করে বিদ্যালয়ে বন্ধ করে দেওয়া মাস্টারমশের ঠিক হয়নি। বিশেষ কারণ ছাড়া এভাবে মাঝ পথে পরীক্ষা বন্ধ করা যায় না। ছাত্র- ছাত্রী দের অভিযোগ কয়েকজন ছেলে-মেয়ে তাদের জল ঢালা উৎসবের কথা বলতেই মাস্টার মশাই ছুটি দিয়ে দিলেন আমরা তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছি তাহলে আগামী দিনে আমরা আমাদের কোন অনুষ্ঠান থাকলে এভাবে ছুটি দিয়ে দেবেন।? বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বলেন আমরা কমপ্লেক্সের সব প্রশ্ন না নিয়ে পরীক্ষা করছি আমাদের যে কটি প্রশ্ন ভালো মনে হয়েছে সেগুলি নিয়েছি বাকিগুলো নিইনি। তাই পরীক্ষা বন্ধ হওয়ার কোন ব্যাপার নয়। তাছাড়া প্রধান শিক্ষকের হাতে বেশ কয়েকটি ছুটি রয়েছে। সেই ছুটিগুলো থেকে আমি ছুটি দিয়েছি। এলাকার মানুষের প্রশ্ন এভাবে কি ইচ্ছে মতো ছুটি দেওয়া যায়? এসআই সোনালী মুরমু বলেন প্রধান শিক্ষকের হাতে থাকা ছুটিও এমসি রেজুলেশন করে তবে দেওয়া যায় এভাবে ইচ্ছেমতো দেওয়া যায় না। তাছাড়া যেহেতু মূল্যায়ন চলছে মূল্যায়নের মাঝে এভাবে ছুটি দেওয়া কোন রকমে উচিত নয়। সারেঙ্গা ব্লক মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স সভাপতি কৌশিক ঘোষ বলেন এভাবে বিদ্যালয় ছুটি দেওয়া ঠিক হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *