ছাত্র-ছাত্রীদের শিক্ষনীয় ছবি আধকড়া প্রাথমিক বিদ্যালয়ে।
সাধন মন্ডল বাঁকুড়া:—-প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের শুধু পড়াশোনা নয় সামাজিক শিক্ষা দেওয়া হয় তারই উদাহরণ লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলার তালডাংরা পূর্বচক্রের পাঁচমুড়া গ্রাম সংলগ্ন আধকড়া প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট মৃৎশিল্পী বিশ্বনাথ কুম্ভকার বলেন বিদ্যালয়ে বেশ কিছু ছবি আঁকা কাজ চলছে যেখানে শিশুদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় নয়, অসহায়দের পাশে দাঁড়ানো , খাদ্যাভাসে প্রয়োজনীয় খাবার খাওয়া ,শৌচাগার ব্যবহার বাল্যবিবাহ বন্ধ করা ইত্যাদি। দেওয়ালে ছড়া ছবির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকদের সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ছবিগুলি রূপায়ণে যাদের ভূমিকা অপরিসীম তারা হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ভৈরব রায় ও রাম নাথ লায়েক। শিল্পীরা এই প্রসঙ্গে বলেন জেলার বিভিন্ন প্রান্তে গুলিতে আমরা শিক্ষক প্রসাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই তাদের দেওয়া নির্দিষ্ট করা ছবি ছড়া এঁকে চলেছি দীর্ঘ 22 বছর ধরে। তারা বলেন বিভিন্ন জায়গায় ছবি এঁকেই কোন রকমে সংসার চলে সরকার যদি আমাদের বিষয়ে কিছু ভাবেন তাহলে ভালো হয়।