ছেচল্লিশ তম বর্ষ জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে…

Spread the love

ছেচল্লিশ তম বর্ষ জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে…

জুলফিকার আলি,

হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার তাজপুর জিপি র তাজপুর নেহেরু স্মৃতি সংঘের আয়োজনে ছেচল্লিশ তম বর্ষ জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে বলে জানান সভাপতি শুভাশীষ পাল আমাদের প্রতিনিধিকে। ছাব্বিশ অক্টোবর রক্ত দান শিবির, ঊনত্রিশ অক্টোবর হরিনাম সংকীর্তন, তিরিশে অক্টোবর রাজকীয় নরনারায়ন সেবা প্রদান ও মাটির টানে বাউল গান, একত্রিশ অক্টোবর স্মরণীয় বিচিত্রানুষ্ঠান, পয়লা নভেম্বর মহিলাদের সিঁদুর খেলার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে বলে জানান সম্পাদক মলয় পাল, সুবীর চৌধুরী, সোমনাথ রায়। হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসবে বিক্রেতারা মেলা চলবে এই কয়েকদিন। বহু বিশিষ্ট জনের পর্যায়ক্রমে উপস্থিতিতে থাকবেন বলে জানান তপন পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *