ছোট সেহারা হাই স্কুলে সম্মানিত হলেন বিশিষ্ট গুণীজন হৃষিকেশ মুদি।
সাধন মন্ডল বাঁকুড়া:—–
ছোট চেহারা উচ্চ বিদ্যালয়ের ৭০ দশকের ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো তেইশে ফেব্রুয়ারি ৭০ দশকের সমস্ত প্রাক্তনী তৎকালীন আমলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ বর্তমান দিনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই মিলন মেলায় একে অপরের আনন্দ ভাগ করে নিলেন তাছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণা করলেন প্রাক্তনীরা। তৎকালীন দিনের অনেক শিক্ষক-শিক্ষিকা বর্তমানে ইহলোকে নেই তাদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান এর সূচনা হয়। এই অনুষ্ঠানের মূল কান্ডারী পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের বিশেষ সচিব হৃষিকেশ মুদিকে সংবর্ধনা জানালো বিদ্যালয় এর প্রাক্তনীরা। দুই দিনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রাক্তনীদের ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বিদ্যালয়ে এই ধরনের একটি সুপরিকল্পিত আনন্দবর্ধক ও শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী অত্যন্ত খুশি। বর্তমান প্রজন্মের কাছে এটি একটি দৃষ্টান্ত হয়ে রইল বলে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা অভিমত ব্যক্ত করলেন।