জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট ভারতীয় সেনাদের,ময়ূরেশ্বরে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ছত্রিশগড়ের রায়পুরে অজানা রোগে মৃত্যু হয় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে কর্মরত এক সেনা জওয়ানের।প্রসঙ্গত গত ১৫ ই আগস্ট রাতের দিকে এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়ে ওই জাওয়ান।সঙ্গী সাথীরা সাথে সাথেই তাকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়। গত ১লা সেপ্টেম্বর রাতে সেখানেই তার মৃত্যু হয়।জানা যায় মৃত সেনা জাওয়ানের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বররে, নাম রনিত পাত্র, বয়স ৩০ বছর। মঙ্গলবার পানাগড়ের সেনা শিবির থেকে মৃতদেহ নিয়ে আসা হয় তার গ্রামের বাড়িতে।তবে ময়ূরেশ্বর ঢোকার পূর্বে মঙ্গলবার বৈকাল ছটা থেকে সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সাঁইথিয়ার তালতলা মোড় থেকে ময়ূরেশ্বর পর্যন্ত বাইক রেলি করল ময়ূরেশ্বর এলাকার মানুষজন।আর ঠিক তারপর ময়ূরেশ্বর দিঘির পাড়ে তাকে শেষ শ্রদ্ধা জানালো ভারতীয় সেনা জাওয়ানরা।মঙ্গলবার ময়ূরেশ্বর দীঘির পাড়ে মৃত জাওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট দিল ভারতীয় সেনা জাওয়ানরা। আর এই মাঠেই জমায়েত হয়েছিল আত্মীয় স্বজন সহ এলাকার কয়েক হাজার মানুষ।