জঙ্গলমহলের রাইপুর ব্লক মহাবিদ্যালয়ে চালু হলো একটি স্টাডি সেন্টার।
সাধন মন্ডল, বাঁকুড়া :—— ১৯ শে জুন বুধবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি স্টাডি সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাইপুর ব্লক মহাবিদ্যালয়ে, বাঁকুড়া – ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের পাশে মন্ডল কুলির নিকট অবস্থিত রাইপুর ব্লক মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়ে এ ধরনের একটি ইউ জি কোর্স চালু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা এখানে উল্লেখ্য বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দূরত্ব ১২০ কিলোমিটার এর মধ্যে কোনরকম এ ধরনের স্টাডি সেন্টার ছিল না এই প্রথম রায়পুর ব্লক মহাবিদ্যালয় চালু হলো যার মূল উদ্যোক্তা হলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। এই উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এবার ছাত্র ছাত্রী মূলত যারা পড়াশুনোর থেকে অনেকটা দূরে সরে গেছেন কিংবা চাকরি ইত্যাদির প্রশ্নে অন্যান্য কাজে ব্যস্ত ,তাদের জন্য ওপেন ইউনিভার্সিটি পড়বার একটা সুযোগ তৈরি করে দিল রাইপুর ব্লক মহাবিদ্যালয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আশা পূরণ হল।আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্টাডি সেন্টারের শুভ সূচনা করেন রাইপুর ব্লক মহাবিদ্যালয় এর সভাপতি তথা রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু । উপস্থিত ছিলেন রাইপুর ব্লক মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষা পার্বতী কিস্কু । কোর্স কোর্ডিনেটর সাজদা চৌধুরী, মহা বিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষা কর্মী সহ ছাত্রছাত্রীরা । এখানে উল্লেখ্য এই স্টাডিসেন্টার থেকে ইউজি কোর্সে যে বিষয়গুলি পড়ানো হবে বা পড়ার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা সেগুলি হল বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন ও পলিটিক্যাল সায়েন্স।