জঙ্গলমহলে কবিকণ্ঠে ন্যায় বিচারের দাবি

Spread the love

জঙ্গলমহলে কবিকণ্ঠে ন্যায় বিচারের দাবি

। সাধন মন্ডল বাঁকুড়া:—–আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জঙ্গলমহলের কবি সাহিত্যিকরাও আন্দোলনে শামিল হয়েছেন ।আজ সোমবার রাখি বন্ধনের পূন্যলগ্নে সন্ধ্যায় রাইপুরের নিকট কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর মুখ থেকে একটি মিছিল রাইপুর সবুজ বাজার পরিক্রমা করে মিছিলে মূল দাবি ছিল ওই ওয়ান্ট জাস্টিস ।জঙ্গলমহলের বিশিষ্ট কবি বুদ্ধদেব মিশ্র। বলেন আরজিকর কাণ্ডে যে নারকীয় কান্ড ঘটেছে এবং ভারতবর্ষ জুড়ে নারীদের প্রতি বিভিন্ন সময়ে যে নির্যাতন চলেছে তার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি র দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল এ দিনের মিছিলে অংশ নিয়েছিলেন জঙ্গলমহলের বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী তথা আরজিকর কলেজের প্রাক্তন ছাত্র ডাক্তার শ্যামল দে ,কবি ও শিল্পী অশোক দে, সেন্টু দত্ত, বিশিষ্ট গবেষক পার্থ ঘোষ, কবি প্রিয়ব্রত গোস্বামী সহ অন্যান্যরা মিছিলে অংশ নিয়ে ডাক্তার শ্যামল দে বলেন আমরা সত্যনি দশকের ছাত্র ছিলাম সেই সময় এই আরজিকর কলেজ সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সারিতে ছিল । তখনকার দিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা সো ভ্রাতৃত্বের ভাব ছিল আর আজকের দিনে যে ঘটনা আমাদের এই কলেজে ঘটেছে তা দেখে বা শুনে মুখ লুকোতে ইচ্ছে হচ্ছে। ভাবতে পারছি না আমরা এই কলেজের ছাত্র ছিলাম এই কলেজের সুনামকে যারা বদনাম করলো তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। প্রয়োজনে তাদের ফাঁসি হোক এই দাবি আমাদের। কবি অশোক দিয়ে বলেন আমরা দিন দিন মানুষ থেকে অমানুষে পরিণত হতে চলেছি। যে বা যারা এই জঘন্যতম কান্ডটি ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *