সাধন মন্ডল,
জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা ব্লক কুড়মী উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ শনিবার করম পরব উদযাপন অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, অধ্যাপিকা অঞ্জনা মাহাত, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য চিত্ত মাহাত, সিমলাপাল ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষকনেতা ফাল্গুনী সিনহাবাবু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি, বিশিষ্ট শিক্ষক ফটিক মাহাতো, অরুণ মান্ডি, সমাজসেবী স্বপন মন্ডল, অমর লোহার, যুবনেতা তোতন খিলাড়ি, আশিস মণ্ডল, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ বিপাশা মাহাত, তৃণমূল যুব নেতা গৌতম মন্ডল, েনেতুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব। করম পরবের তাৎপর্য ও করম কি এবং কেন করম উৎসব পালন করা হয় তা নিয়ে বিশদ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক কুড়মী সমাজের নেতৃত্ব ফটিক মাহাত, ফাল্গুনী সিনহাবাবু ও অরুন মান্ডি। সারেঙ্গা ব্লক এলাকার পনেরোটি নৃত্য দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠান কে ঘিরে এলাকায় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পিরোর গাড়ি মোড় বনবিভাগের সংলগ্ন মোরগ লড়াইয়ের মাঠে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাত।