জঙ্গলমহলে ভোট প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী
। সাধন মন্ডল ,বাঁকুড়া:–প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে রাইপুরের চাঁদুডাঙ্গা গ্রামে প্রায় সাড়ে 300 বছরের পুরানো মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী । অস্থায়ী মন্দিরে পূজো দিয়ে তিনি নির্মীয়মান নতুন মন্দির পরিদর্শন করেন তাকে নতুন মন্দির পরিদর্শনে সাহায্য করেন মন্দির নির্মাণ কমিটির অন্যতম ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ সাথে ছিলেন লাহা বাবু সহ দলীয় নেতৃত্ব ও মন্দির নির্মাণ কমিটির সদস্য বৃন্দ। মন্দির পরিদর্শনের পর তিনি ছাতা মাথায় এলাকার দলীয় মহিলা কর্মীদের উলুধ্বনিও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে চান্দু ডাঙ্গা গ্রামে ভোট প্রচারে বাড়ি বাড়ি ঘুরলেন আজকের এই প্রচার অভিযানে প্রার্থীর সাথে ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী অলকা সেন মজুমদার রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত, যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী গণেশ মাহাত, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্লক নেতৃত্ব রাজেশ খান, জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন ,রাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল ,প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, জেলা নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস, বাঁকুড়া সাংগঠনিক জেলার বাঁকুড়া জেলা প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিশিষ্ট শিক্ষক বাপ্পাদিত্য মন্ডল, রাইপুর ব্লক মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির নেতৃত্ব তথা গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল শিক্ষক নেতা বীরেন্দ্রনাথ ঘোষ ব্লক নে নেতৃত্ব জয়দেব দুলে, মানসিং মাহাত, দেবাশীষ মাহাত, বিশিষ্ট শিক্ষক রাধা মাধব মুখার্জি, চন্ডী লাহা,ডাক্তার চ্যাটার্জী সহ মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।