জন্মদিনে বিশেষ রক্তদান
প্রথাগতভাবে শুধু কেক কাটা কিংবা চকলেট বিতরণের মাধ্যমে নয়, বিশেষ রক্তদান শিবির করে জন্মদিন পালন করলেন সমাজসেবী ও তরুণ আইনজীবী আসিফ রেজা আনসারী। মঙ্গলবার ১৬ জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে এসএসকেএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ছিল ইন-হাউস রক্তদান শিবির। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ‘খোলা হওয়া’র সদস্যরা এ দিন এসএসকেএম হাসপাতালে রক্তদান করেন।
এ দিনের সম্পর্কে আসিফ রেজা আনসারী বলেন, আমি বহুদিন ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। রাজ্যের যে সমস্ত সংগঠন এই কাজ করছে তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, ফলে রক্তের সংকট নিয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল। তাই এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি যাতে অন্যরাও উৎসাহিত হয়ে নিজের বিশেষ দিনকে আরও স্মরণীয় রাখতে পারেন। শুধু আসিফ রেজা আনসারীই নয়, তার অন্যান্য বন্ধুরাও রক্তদান করেন। মুর্শিদাবাদ থেকে এসেছিলেন মোসাম্মৎ মুস্তাজ আফিনা, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের প্রত্যন্ত এলাকা থেকে এসএসকেএম হাসপাতালে এসে রক্তদান করেন বাদল লস্কর। হাসপাতালের চিকিৎসক, ব্লাড ব্যাঙ্কের কর্মচারী ও অন্যান্য সকলেই আসিফ রেজা আনসারীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রক্তদাতা প্রত্যেককেই শংসাপত্র এবং এক বছরের মধ্যে এক ইউনিট বিনামূল্যে রক্ত প্রদানের কার্ড দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
আসিফ রেজা আনসারী আরও জানান, এ দিন ছিল তার ১৫তম রক্তদান। আগামীতেও তিনিএই কাজ করবেন। আর খোলা হাওয়ার অন্যতম প্রধান জাহানারা খাতুন বলেন, আমাদের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। আগামীতেও আমরা অন্য সদস্যদের জন্মদিনকে এভাবে স্মরণীয় করতে চেষ্টা করব।