জন্মাষ্টমি উপলক্ষে নন্দোৎসব শোভাযাত্রা

Spread the love

জন্মাষ্টমি উপলক্ষে নন্দোৎসব শোভাযাত্রা

সম্প্রীতি মোল্লা,

জন্মাষ্টমী উপলক্ষ্যে নন্দোৎসব পালিত হল মন্মথপুর প্রণব মন্দিরে।
বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির ও স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে নন্দোউৎসবে পা মেলান এলাকার মানুষ। শোভাযাত্রায় স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম শুভাবির্ভাব বর্ষকে স্মরণ করতে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা ১২৯জন শ্রীকৃষ্ণ সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অভিভাবক মায়েদের সাথে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের মায়েরা পোষ্টার হাতে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানান ও বর্তমান ঘটে যাওয়া বিভিন্ন নারকীয় ঘটানার সংগঠিত অন্ধকার সমাজ ব্যবস্থা থেকে অশুভ শক্তির বিনাশ হোক এই প্রার্থনা করেন। পথের দুইপারে থাকা ও পথ চলতি ভক্তদের হাতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রসাদ হিসাবে তালের বড়া, নারকেল নাড়ু তুলে দেওয়া হয়। স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ থেকে প্রায় চার কিলো মিটার ধরে পথ পরিক্রমা করে মন্মথপুর প্রণব মন্দিরে এসে এই অভিনব শোভাযাত্রার সমাপ্ত হয়। মন্দির কর্তৃপক্ষ সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেন এবং প্রতিটি শিশু সাজে শ্রীকৃষ্ণকে পেন এবং পেনসিল উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *