খায়রুল আনাম
বীরভূম : জমি সংক্রান্ত মামলায় সিউড়ী আদালতে জয়ী হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি তার শান্তিনিকেতনের প্রতীচী নামে বিশ্বভারতীর লিজের জমির উপরের বাড়িতে অতিরিক্ত ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন বলে দাবি করেছিলেন বিশ্বভারতীর বিদায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিষয়টি নিয়ে সিউড়ী আদালতে যে মামলা হয় তাতে জয়ী হলেন এই মুহূর্তে বিদেশে থাকা অমর্ত্য সেন। আদালত জানিয়ে দিয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর কোনও অতিরিক্ত জমি দখল করে রাখেননি।