জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব

সঞ্জয় হালদার,

কনকনে শীত উপেক্ষা করেই ২৮শে ডিসেম্বর দিনের পড়ন্ত বিকেলে শুরু হল পুরুলিয়ার বিখ্যাত “হীরক রাজার দেশ “জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব।আনুষ্ঠানিক ভাবে রবিবার বিকেলে পাহাড়ের পাদদেশে অবস্থিত “সত্যজিৎ রায় মঞ্চে ” এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরুপ চক্রবর্তী।সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ সহ জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের সভাপতি রাজীব লোচন সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post Comment

You May Have Missed