জলনিকাশী দেখতে রাস্তায় আসানসোলের ডেপুটি মেয়র

Spread the love

পানীয় জল ও জল নিকাশির অসুবিধা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন তাবাসুম আরা

কাজল মিত্র :- আসানসোল পৌর নিগমের . 67, 68 69 নং ওয়ার্ডে রাস্তা নিকাশী ও জলের সমস্যা দুরকরতে পৌরসভার নগর নিগমের ডেপুটি মেয়র তথা অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা
কর্পোরেশন এর ইঞ্জিনিয়ারদের সাথে এলাকা গুলি পরিদর্শন করেন ।
জানা গেছে যে 68 নং ওয়ার্ডের কয়েকটি এলাকায় পাইপলাইনও করা হয়নি এবং কোথাও কোথাও আবার পানীয় জল পৌঁছাচ্ছে না।যার ফলে এলাকার মানুষজন খুবই অসুবিধার মধ্যে রয়েছে। স্থানীয় টিএমসি কর্মী টুনি লোহিয়া ও মইজ খান এই অসুবিধার বিষয়ে স্থানীয়
তবসুম আরার কার্যালয়ে গিয়ে তাকে সমস্যা সম্পর্কে অবহিত করেন।এর পরে খবর পেয়েই তাবাসুম আরা পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে 67 নম্বর ওয়ার্ডের লখিয়াবাদ এলাকায় পৌঁছে ওই অঞ্চলে পরিদর্শন করেন এবং শীঘ্রই পানীয় জলের সরবরাহের কাজ শুরু করার নির্দেশ দেন।এর পর তিনি আরা ডাঙ্গাল, আকবরী মসজিদ গলির পাইপলাইন এর পরিদর্শন করেন ।সেখান থেকে 69 নং ওয়ার্ডে পৌঁছে এবং সেই জায়গাগুলিও পরিদর্শন করেন যেখানে জল পৌঁছাচ্ছে না। ডেপুটি মেয়র তাবাসসুম আরা জানান, জল সমস্যা খুব শীঘ্রই সমাধান করা হবে। দু’দিনের মধ্যে পাইপলাইন সংযোগের কাজ শুরু হবে।এর পরে ড্রেন ও রাস্তার কাজ শুরু হবে।এদিন ইঞ্জিনিয়ার সিআর বৈরাগী, এস লায়াক, টিঙ্কু আসলাম, অভিষেক সিং, নরেন্দ্র লোহিয়া, মইজ খান,অবধেস প্রসাদ, কপিল দেব প্রসাদ এবং তরুন সংঘ ক্লাবের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *